logo
  • ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০, ১৭ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৪৯ জন, মোট মৃত্যু ৮১৮৯ জন, আক্রান্ত ৯৪৪১৭ জন: এএফপি। সৌদিতে গত ২৪ ঘণ্টায় আরো ১১০ আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৫৬৩ জন: সৌদি গেজেট। এই প্রথম কাতারে এক বাংলাদেশির মৃত্যু: কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত ২, মোট আক্রান্ত ৫১ জন, সুস্থ ৬ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬৫, আক্রান্ত ১৯৯৮৮, মোট মৃত্যু ৩০৪০, আক্রান্ত এক লাখ ৬৪২৭৪ জন, এর মধ্যে সবচেয়ে বেশি ২৭৯ জনের মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯১৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৫২৩১ জন, আক্রান্ত ৭৮৪৬, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১১ হাজার ৫৯১, তারপর স্পেনে ৭৭১৬, ফ্রান্স ৩১৮৬: জনস হপকিন্স ইউনিভার্সিটি।

অল্পের জন্য রক্ষা পেলেন ২ ট্রেনের শত শত যাত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩
অল্পের জন্য রক্ষা পেলেন ২ ট্রেনের শত শত যাত্রী
ভুল সিগন্যালের কারণে কিশোরগঞ্জের মানিকখালী রেল স্টেশনে দুই ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তার কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-ভৈরব রু‌টের মা‌নিকখালী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।‌

কি‌শোরগঞ্জ জিআর‌পি থানার ওসি মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।‌ তি‌নি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ২৪৪ ডাউন লোকাল ট্রেনটি মা‌নিকখালী স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়ি‌য়ে ছিল। ঢাকা থেকে কি‌শোরগ‌ঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ৭৪৯ এগার‌সিন্ধুর গোধূ‌লী ট্রেন‌কে লাইনম্যান আসাদ একই লাইনে প্রবেশের সিগন্যাল দেন।

স্টেশনে প্রবেশের সময় একই লাইনে আরেক‌টি ট্রেন দাঁড়া‌নো দেখে এগার‌সিন্ধুর ট্রেনের চালক প্রায় কাছাকাছি অবস্থায় ট্রেন থামা‌তে সক্ষম হন। এ সময় দুই ট্রেনের যাত্রীরা ভ‌য়ে চিৎকার শুরু ক‌রেন।

এসময় বড় ধরনের দুর্ঘটনার ভয়ে ট্রেনের মধ্যে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত চালকদের নৈপুণ্যতায় কয়েক গজের মধ্যে মুখোমুখি হয়েও নিয়ন্ত্রণে আসে দুটি ট্রেন।

এসএস

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫১ ১৯
বিশ্ব ৮০৩৬৫০ ১৭২৭৭২ ৩৯০৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়