• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খাওয়ার সময় গালাগালির কারণে আনসার-শ্রমিক সংঘর্ষ

বেনাপোল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫
রাস্তা অবরোধ শ্রমিক
বেনাপোলে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আট নম্বর শেডের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সময় স্থলবন্দর নিরাপত্তা রক্ষী আনসার ও বেনাপোল পোর্টের হ্যান্ডলিং শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

এতে আনসারদের রাইফেলের আঘাতে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। একজন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে লেবার শ্রমিকেরা আনসার ক্যাম্পে ইট-পাটকেল নিক্ষেপ করে। এই সংঘর্ষের জের ধরে বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত মালামাল লোড-আনলোড দুই ঘণ্টা বন্ধ ছিল। লেবার শ্রমিকদের আরেকটি অংশ যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মামুন তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হলে লেবার শ্রমিকেরা আনসার সদস্যের প্রধান এসএম সাকিবুজ্জামান শাকিব পিসিকে প্রত্যাহারের দাবি জানান।

বেনাপোল আনসার প্লাটুন প্রধানকে প্রত্যাহারের আশ্বাসের ভিত্তিতে লেবার শ্রমিকরা কাজে ফিরে যান।

৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল বলেন, দুপুরে লাঞ্চ করার সময় হঠাৎ আনসার সদস্যরা এসে আমার এক সদস্যকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এর প্রতিবাদ করলে আনসারের পিসি আমার শ্রমিক সদস্য বাদলের মাথায় রাইফেলের বাট দিয়ে আঘাত করেন। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকের ওপর হামলার আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আনসারের পিসির বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আরটিভি অনলাইনকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনসার এবং লেবারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। বিষয়টি আমরা অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে শ্রমিকদের সঙ্গে কথা বলি। এর সুষ্ঠু তদন্ত করা হবে। এরকম আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা রাস্তা অবরোধ তুলে নেন। এখন পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
X
Fresh