• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৭
নিহত সেন্টমার্টিন মরদেহ
প্রতীকী ছবি

সেন্টমার্টিনে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় সাগর হতে আরও দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সেন্টমার্টিনের পশ্চিমাংশের বিচ এলাকা থেকে ভাসমান মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক আরটিভি অনলাইনকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে কোস্টগার্ডের টহল দল সেন্টমার্টিনের পশ্চিম পাশের সাগর তীরে ভাসমান দুটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। মরদেহ দুটি মধ্য বয়সী পুরুষের।

তিনি আরও জানান, ওই ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১৫ নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।

প্রসঙ্গত, নৌপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ১৩৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নিয়ে একটি ট্রলার ডুবে যায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানে ভারি বৃষ্টি ও বন্যায় নিহত ৫০
নিখোঁজের ২১ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার 
বজ্রপাতে একই পরিবারের ২ জনসহ নিহত ৩
হামাসের টানেল থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধার
X
Fresh