logo
  • ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২০, ২২ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯ এর মধ্যে রয়েছে দুই শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছেন, মোট মৃত্যু ২৩৭৩: গভর্নর অ্যান্ড্রু কুমো। ভারতে মোট ৬২ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭৮ জন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই।

সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৭ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৩
নিহত সেন্টমার্টিন মরদেহ
প্রতীকী ছবি
সেন্টমার্টিনে রোহিঙ্গাবোঝাই  ট্রলারডুবির ঘটনায়  সাগর হতে  আরও দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সেন্টমার্টিনের পশ্চিমাংশের বিচ এলাকা থেকে ভাসমান মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক আরটিভি অনলাইনকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে  কোস্টগার্ডের টহল দল সেন্টমার্টিনের পশ্চিম পাশের সাগর তীরে ভাসমান দুটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। মরদেহ দুটি মধ্য বয়সী পুরুষের।

তিনি আরও জানান, ওই ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১৫ নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। 

প্রসঙ্গত,  নৌপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ১৩৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নিয়ে একটি ট্রলার ডুবে যায়।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৭০ ৩০
বিশ্ব ১২০১৫৯১ ২৪৬১৫২ ৬৪৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়