• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

নীলফামারী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১
এসএসসি পরীক্ষা ২০২০, ভুল প্রশ্নে পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি
নীলফামারী

নীলফামারীতে ভুল প্রশ্নপত্রে এসএসসির পরীক্ষা নেওয়ার অভিযোগে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব তোফায়েল আহমেদ এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও কেন্দ্রের ট্যাগ অফিসার মোসলে উদ্দীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ রোববার তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, গতকাল শনিবার এসএসসি পরীক্ষায় ওই কেন্দ্রে ২২৯ জন হিন্দু ধর্মালম্বী পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের প্রশ্নপত্রের সেট জিরো ওয়ানের পরিবর্তে সেট জিরো থ্রি সরবরাহ করা হয় এবং তারা সেই ভুল প্রশ্নপত্রের আলোকেই পরীক্ষা দেয়। এ ঘটনা জানাজানি হলে আজ তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে মাটি খুঁড়তেই মিলল রাইফেল-মাইন-মর্টারশেল
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
নীলফামারীতে রেললাইনের ক্লিপ খোলার সময় আটক ২
বাবার দাফনে ছেলের বাধা
X
Fresh