• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা শাহ মখদুম মেডিকেল কলেজ

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি অনলাইন

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৫
আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা শাহ মখদুম মেডিকেল কলেজ
ফাইল ছবি।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্রদের আজ রাত ৮টা ও ছাত্রীদের আগামীকাল সকাল দশটার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসির অনুমোদনের দাবিতে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ক্লাস বর্জন করে ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন।

আজ শনিবার সকাল থেকেও তারা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত সাত বছর ধরে অনুমোদনহীন এই প্রতিষ্ঠানটি অব্যাহতভাবে শিক্ষার্থী ভর্তি করে আসছে। ফলে চারজন শিক্ষার্থী এমবিবিএস পাস করেও ইন্টার্নশিপ করতে পারছেন না। কলেজটি ২০০ জন শিক্ষার্থী থাকলেও পূর্ণাঙ্গ হাসপাতাল, ল্যাব ও লাইব্রেরি সুবিধা নেই।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
এবার মাদরাসাও বন্ধ ঘোষণা
স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
X
Fresh