logo
  • ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০, ৯ ফাল্গুন ১৪২৬

পরীক্ষার হলে যাওয়া হলো না ফেরদৌসির

নইড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫
আহত শিক্ষার্থী জান্নাতুল
আহত এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি

নড়াইলে এক এস এস সি পরীক্ষার্থী মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে

আহত ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি তিনি জেলার কুড়িগ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে এবং নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী

জানা গেছে, আজ সকাল পৌনে দশটার দিকে ফেরদৌসি পরীক্ষা দেওয়ার জন্য শহরের কুড়িগ্রাম থেকে প্রতিবেশী হুমায়ূন কবির তনুর মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল যাওয়ার পথে উপজেলা পরিষদের স্পিডব্রেকার পার হওয়ার সময় মোটরসাইকেলটি একটি ইজিবাইককে সাইড দিতে গেলে পড়ে যান ফেরদৌসি এতে আঘাত লেগে মাথা কেটে যায় তার  পরে রক্তাক্ত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়

জান্নাতুল ফেরদৌসির নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের ২০৬ কক্ষে ইসলাম ধর্ম পরীক্ষা দেওয়ার কথা ছিল

কেন্দ্র সচিব মহিতোষ কুমার দে আরটিভি অনলাইনকে জানান, আমি পরীক্ষার্থীর দুর্ঘটনার খবর জানি না তবে আবেদন করলে হাসপাতালে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়