টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে
দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। বুধবার সকাল দশটা থেকে এই অভিযান শুরু হয়েছে। টঙ্গী বাজার এলাকায় একটি দ্বিতল ভবনসহ প্রায় পঁচিশটি আধকাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়াও তুরাগ নদের অরক্ষিত ময়লা অপসারণ করা হচ্ছে। ফলে আজ সকাল থেকেই নৌ-চলাচল স্বাভাবিকভাবেই চলছে।
এই উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গেলো কয়েক দিনের উচ্ছেদকৃত মালামাল নিলাম করে প্রায় আট লাখ টাকা আদায় করে বিআইডব্লিউটিএ। আজ বিকেল পাঁচটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।
জেবি