• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বাসচাপায় নিহত ব্যক্তির পকেটে ভারতের পরিচয়পত্র

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০১
বাস মৃত্যু দুর্ঘটনা
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পকেটে ভারতের জাতীয় পরিচয়পত্র রয়েছে।

গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের মুলদাইড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই পরিচয়পত্রে তার নাম অনন্ত নাথ দত্ত (৬০)। তার বাবার নাম কালীপদ দত্ত। বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার ফারিয়া গ্রামে লেখা রয়েছে।

তবে পরিচয়পত্রে যুবক বয়সের ছবি থাকায় বর্তমান চেহারার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মুলদাইড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ওই বয়োবৃদ্ধ ব্যক্তিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বাইসাইকেল চালাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন পিপিএম আরটিভি অনলাইনকে বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জিম্বাবুয়ের মান বাঁচানো পুঁজি
বাস কন্ডাক্টর থেকে জনপ্রিয় অভিনেতা, রুপালি পর্দায় রজনীকান্তের জীবনী
X
Fresh