• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৪
যাবজ্জীবন ছেলে মা
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজার আদালত এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তি মাধবপুর উপজেলার একতারপুর নোয়াহাটি গ্রামের রাজমোহন সরকারের ছেলে দীপু সরকার।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১৫ এপ্রিল রাত সাতটার দিকে দীপু সরকার তার মা রৌশন বালা সরকারকে ভাত দিতে বলে। এ সময় মা ভাত দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে একটি বাঁশের লাঠি দিয়ে মাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরই স্থানীয় লোকজন দীপু সরকারকে আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করে। পরদিন ১৬ এপ্রিল নিহত রৌশন বালার স্বামী শ্রী রাজমোহন সরকার বাদী হয়ে ছেলে দীপু সরকারকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত করে একই বছর ১৬ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত রাষ্ট্রপক্ষে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি দিপু সরকার পলাতক রয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ইসতিসকার নামাজ আদায়
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই
‘হিটস্ট্রোকে মারা যাচ্ছে দিনে লক্ষাধিক মুরগি’
X
Fresh