• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মাছ ভাগ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২১
হত্যা মাছ বিরোধ
প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পুকুরের মাছ নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির খোরশেদ আলম(৬৫)।

সিংহনগর গ্রামের জামাল উদ্দীন মাস্টার আরটিভি অনলাইনকে জানান, সোমবার বিকেলে মাছের ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির মধ্যে খোরশেদ আলমকে মাথার পিছনে গাছের গুড়ি দিয়ে আঘাত করে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মেসবাহ উদ্দিন। পরে মুমূর্ষু অবস্থায় খোরশেদ আলমকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা
পুকুর খননের সময় মিলল বিষ্ণু মূর্তি
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, প্রাণ গেল মামা-ভাগনের
সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী
X
Fresh