• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

পদ্মা সেতুর পাশেই জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৫
পদ্মা সেতুর পাশেই জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে: আইনমন্ত্রী
আজ পদ্মা সেতুর পাশে জুডিশিয়াল একাডেমি স্থাপনের জন্য আইনমন্ত্রী জমি পরিদর্শন করেন

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পদ্মা সেতুর পাশেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সেখানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাটে প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখন বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। তাই এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

এর পরে মন্ত্রী মাদারীপুরের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা ও উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের কথা জনগণের জন্য অপমানজনক: আইনমন্ত্রী
অর্থঋণ মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
বিচারকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন: আইনমন্ত্রী
হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী, দোয়া কামনা