logo
  • ঢাকা শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬ ফাল্গুন ১৪২৬

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯ | আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৭
নিহত পুলিশ ট্রাফিক
ছবি: সংগৃহীত
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় ট্র্যাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় নিহতের নাম মো. সাইদুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের ট্র্যাফিক বিভাগে কর্মরত ছিলেন।

টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন আরটিভি অনলাইনকে বলেন, সকালে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়