• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শীত আর বৃষ্টিতে বিপর্যস্ত মেহেরপুরে জনজীবন

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ১০:২৫
শীত বৃষ্টি জনজীবন
ছবি: সংগৃহীত

মেহেরপুরে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

বুধবার সকাল থেকে মেঘ আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এতে রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ অঞ্চলে আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে সকাল নয়টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এক মিলিমিটার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসূমে দুই দফা বৃষ্টি আর দেরিতে শীত আসায় গম, ভুট্টা, মসুরসহ শীতকালীন সবজিতে রোগ-বালাই বেশি দেখা দিয়েছে।

বুধবার সকাল থেকে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কখনও উত্তরের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এতে খুব বেশি শীত অনুভূত না হলেও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে মানুষের। সকালে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষ ছাতা মাথায় দিয়ে বের হয়েছেন। দিনের কাজে চরম বাধা পড়ছে বলে জানান কয়েকজন কর্মজীবী খেটে খাওয়া মানুষ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের
ঝড়ের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
X
Fresh