• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিনা ভাড়ায় চিরদিন ভোলা যেতে পারবে নাবিল

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০২০, ১০:৫৫
নবজাতক লঞ্চ শিশু
নবজাতক নাবিল

ভোল-ঢাকা রুটের দ্রুতগামী নৌ-যান অ্যাডভেঞ্চারে-৫ এ জন্ম নিলো এক নবজাতক। ছেলে শিশুটির নাম রাখা হয়েছে নাবিল।

শিশু ও তার মা ওই নৌযানে আজীবন বিনা টাকায় চলাচল করতে পারবেন বলে ঘোষণা দেন অ্যাডভেঞ্চারের মালিক নিজাম উদ্দিন। অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ জানান, বর্তমানে শিশু ও মা সুস্থ আছেন।

জানা যায়, গেল শনিবার ঢাকার সদরঘাটের লালকুটির ঘাট থেকে নৌযান অ্যাডভেঞ্চার-৫ ভোলার ইলিশার উদ্দেশে ছাড়ে। পথে যাত্রী আছমা বেগমের প্রসব ব্যথা উঠে।

অ্যাডভেঞ্চার-৫ এর এরিয়া ম্যানেজার এনামুল হক সবুজ আরটিভি অনলাইনকে জানান, ওই যাত্রীকে দ্রুত কেবিনে নিয়ে যাওয়া হয়। এ সময় ওয়াটার বাসের মাস্টার যাত্রীদের কেউ ডাক্তার বা নার্স আছেন কিনা জানতে চান। একইসঙ্গে সাহায্যের আহ্বান জানান। পরে ওয়াটার বাসের কর্মকর্তা ও যাত্রীদের সহযোগিতায় জন্মগ্রহণ করে নবজাতকটি।

এরপর নৌযানটি রাত সাতটায় ইলিশা ঘাটে পৌঁছায়। ওই ঘাটেই রাখা হয় অ্যাম্বুলেন্স। পরে মা ও শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ সময় সুপারভাইজার মো. রমজানসহ কর্মকর্তা-কর্মচারীরা মা ও শিশুকে সুস্থ রাখাতে সর্বাত্মক সহযোগিতা করেন। আছমা বেগমের বাড়ি ভোলা সদরের বাপ্তা ইউনিয়ন পরিষদ এলাকায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে ট্রলিতে খেলাধুলায় প্রাণ গেল শিশুর
বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
গাজায় নিহত ফিলিস্তিনিদের ৫৬ শতাংশ নারী ও শিশু: জাতিসংঘ
জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
X
Fresh