• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বিনা ভাড়ায় চিরদিন ভোলা যেতে পারবে নাবিল

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০২০, ১০:৫৫
নবজাতক লঞ্চ শিশু
নবজাতক নাবিল

ভোল-ঢাকা রুটের দ্রুতগামী নৌ-যান অ্যাডভেঞ্চারে-৫ এ জন্ম নিলো এক নবজাতক। ছেলে শিশুটির নাম রাখা হয়েছে নাবিল।

শিশু ও তার মা ওই নৌযানে আজীবন বিনা টাকায় চলাচল করতে পারবেন বলে ঘোষণা দেন অ্যাডভেঞ্চারের মালিক নিজাম উদ্দিন। অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ জানান, বর্তমানে শিশু ও মা সুস্থ আছেন।

জানা যায়, গেল শনিবার ঢাকার সদরঘাটের লালকুটির ঘাট থেকে নৌযান অ্যাডভেঞ্চার-৫ ভোলার ইলিশার উদ্দেশে ছাড়ে। পথে যাত্রী আছমা বেগমের প্রসব ব্যথা উঠে।

অ্যাডভেঞ্চার-৫ এর এরিয়া ম্যানেজার এনামুল হক সবুজ আরটিভি অনলাইনকে জানান, ওই যাত্রীকে দ্রুত কেবিনে নিয়ে যাওয়া হয়। এ সময় ওয়াটার বাসের মাস্টার যাত্রীদের কেউ ডাক্তার বা নার্স আছেন কিনা জানতে চান। একইসঙ্গে সাহায্যের আহ্বান জানান। পরে ওয়াটার বাসের কর্মকর্তা ও যাত্রীদের সহযোগিতায় জন্মগ্রহণ করে নবজাতকটি।

এরপর নৌযানটি রাত সাতটায় ইলিশা ঘাটে পৌঁছায়। ওই ঘাটেই রাখা হয় অ্যাম্বুলেন্স। পরে মা ও শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ সময় সুপারভাইজার মো. রমজানসহ কর্মকর্তা-কর্মচারীরা মা ও শিশুকে সুস্থ রাখাতে সর্বাত্মক সহযোগিতা করেন। আছমা বেগমের বাড়ি ভোলা সদরের বাপ্তা ইউনিয়ন পরিষদ এলাকায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাল ফ্রক পরা শিশুটি এখন দেশের জনপ্রিয় অভিনেত্রী
চার ঘণ্টা পর অভিযান স্থগিত, উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া শিশু
তীব্র গরমে চলছে ক্লাস, অসুস্থ হয়ে পড়ছে শিশুরা
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
X
Fresh