• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২২৫ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০২০, ২০:২৬
মানিকগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২২৫ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় ২২৫ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন পুলিশ

মানিকগঞ্জ সদর উপজেলার ঘোনা গ্রামের একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি আগ্নেয়াস্ত্র, চারটি পিস্তলের খালি ম্যাগজিন ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ওই অস্ত্রগুলো উদ্ধার করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, বৃহস্পতিবার দুপুরে ঘোনা গ্রামে খালের পানিতে মাছ ধরার সময় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি প্লাস্টিকের বস্তার ভেতরে পিস্তল ও গুলি দেখতে পায়। পরে সে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন।

এরপর চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, পাঁচটি রিভলবার, ২২৫ রাউন্ড গুলি ও চারটি পিস্তলের খালি ম্যাগজিন এবং ১টি পিস্তলের বক্স পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা করে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি কয়েক বছরের পুরনো। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh