• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বড়শিতে ধরা পড়ল ৬ মণ ওজনের ‘স্টিং রে’ মাছ

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০২০, ২২:৪৫
বড়শিতে ধরা পড়ল ৬ মণ ওজনের ‘স্টিং রে’ মাছ
স্টিং রে মাছ

নাম তার গনি মিয়া। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুরের গাইন হাটি গ্রামের বাসিন্দা। পেশায় একজন জেলে হওয়াতে দীর্ঘদিন ধরেই মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। প্রতিদিনের মতো সহযোগীরা মিলে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরেও তিনি মেঘনা নদীর চর সুনারাম পুর ও সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বড়শি দিয়ে মাছ মারার জন্য লার (ফাঁদ) ফেলেন। পরে লার (ফাঁদ) টানার সময় বুঝতে পারেন, লারে বড় কিছু একটা ধরা পড়েছে। এরপর লারটি (ফাঁদ) পানিতে ভাসমান করলে মাছটি দেখে রীতিমতো চোখ কপালে উঠে যায় গনি মিয়া ও তার ছেলসহ সহযোগীদের। তারা দেখেন লারে (ফাঁদে) ধরা পড়া মাছটি অন্য কোনও সাধারণ মাছ নয় বরং বিরল প্রজাতির ছয় মণ ওজনের ‘স্টিং রে’ মাছ।

মঙ্গলবার সন্ধ্যায় বিশাল আকারের এই মাছটি বিক্রির জন্য মৎস্য আড়তে নিয়ে আসলে ভিড় জমায় উৎসুক জনতা।

জেলেদের দাবি, বিরল প্রজাতির এই মাছটি তারা প্রায় এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন।

জেলে গনি মিয়া জানান, ‘লারের বড়শিটি নৌকার কাছে এলে মাছটি শক্তি প্রয়োগ করে বড়শি থেকে বেরিয়ে যেতে চায়। ফলে আমরাও সতর্কতার সঙ্গে আট-দশজন জেলে মিলে লারসহ মাছটি টেনে চর সুনারামপুর চরে নিয়ে গিয়ে তুলতে সক্ষম হই। পরে সন্ধ্যায় আমরা মাছটি বিক্রি করতে নৈশ মৎস্য আড়তের পূষন এন্টারপ্রাইজ মালিক ও মাছ ব্যবসায়ী পূষনের কাছে নিয়ে আসি।’

এ প্রসঙ্গে মাছ ব্যবসায়ী পূষন বলেন, ‘বিরল প্রজাতির এই ‘স্টিংরে মাছটি’ বিক্রির জন্য একক কোনও ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে প্রতি কেজি ৫শ’ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি মাছটি ৮০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হতে পারে।’

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh