• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০২০, ১২:৩০
শীত হাসপাতাল পঞ্চগড়
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি শিশুরা

গেলো কয়েক দিন পর আজ আবারও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে।

এক মাস ধরে শীতের তাপমাত্রা উঠানামা করছে এ জেলায়।

কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কখনও মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা আর উত্তরের হিমালয়ের হিম বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ফলে কনকনে শীতে চরম ভোগান্তিতে জেলার পাঁচ উপজেলার জনজীবন।

আজ সোমবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এদিকে সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো জেলা এবং সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ ও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেলার সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছে। ফলে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে অনেকেই বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছে তাদের অনেকেই কাজ পাচ্ছেন না। যারা কাজ পাচ্ছেন তারা অনেকেই কনকনে ঠাণ্ডায় কাজ করতে না পেরে বাড়ির পথ ধরছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, কয়েক দিন পর আজ আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। পঞ্চগড় হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় শীত মৌসুমে এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে এবং শীত মৌসুমে শীতের তাপমাত্রা ওঠানামা করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা রেকর্ড ৪২.২
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, জনজীবনে অস্বস্তি
X
Fresh