• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০২০, ০৯:৫০
বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই
আব্দুল মান্নান। ফাইল ছবি

বগুড়া -১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

আব্দুল মান্নানের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি। তিনি জানান সকাল ৮টা ১৫ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁথিয়ায় প্রাইম লাইফ ইনস্যুরেন্সের মৃত্যুদাবি চেক হস্তান্তর 
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
বজ্রপাতে ৫ জেলায় ৬ জনের মৃত্যু
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
X
Fresh