Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০২০, ০৮:৫৯
আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১০:১২

বাসরঘরের ফুল কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বর

বর মৃত্যু ফুল
ছবি: সংগৃহীত

রাত পোহালেই বিয়ে। প্রস্তুতিও প্রায় শেষ। এমনই সময় বাড়িতে খবর এলো সড়ক দুর্ঘটনায় হবু বর তন্ময় বিশ্বাসের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় বিশ্বাস সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ জেলা সদরের হাট-বাকুয়া গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তন্ময় বিশ্বাসের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। গতকাল সন্ধ্যার পর ঝিনাইদহ শহরে এসেছিল বাসর ঘরের ফুল কিনতে। হঠাৎ রাত আটটার দিকে খবর এলো তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা আরটিভি অনলাইনকে জানান, মোটরসাইকেল রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তন্ময়। এ সময় অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।পরে মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS