• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে শ্বাসরোধে গৃহবধূ হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার (ফরিদপুর), আরটিভি অনলাইন

  ১৪ জানুয়ারি ২০২০, ১৫:৪৮
ফরিদপুরে শ্বাসরোধে গৃহবধূ হত্যার অভিযোগ
ফরিদপুর

ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় শ্বাসরোধ করে রিনা বেগম (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের চরকমলাপুরের এক ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত রিনা বেগম ট্রাক চালক মো. হাসানের স্ত্রী। তাদের ঘরে আনিতা (৫) ও তালহা (৩) নামের দুটি সন্তান রয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত রিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। তিনি আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে নিহতের ঝগড়া চলছিল। ঘটনার আগের রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। হত্যাকাণ্ডের পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই বেলার হোসেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা
X
Fresh