logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু, আহত ৫

সড়ক দুর্ঘটনায় নিহত ছৈয়দ হোসেন সিকদার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় ছৈয়দ হোসেন সিকদার নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালীর নয়াপাড়া নতুন মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছৈয়দ হোসেন টেকনাফ পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে, রাস্তার পাশে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যান চাকা পরিবর্তনের জন্য দাঁড়িয়েছিল। এ সময় চট্টগ্রাম এয়ারপোর্ট হতে হাজীদের বহনকারী একটি প্রাইভেট কার লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কার যাত্রী ছৈয়দ হোসেন নিহত হন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় কক্সবাজার অভিমুখী প্রাইভেট কারটি। এতে ছৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এজে

RTVPLUS