logo
  • ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৭

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ

ফারহান-৯ এর মাস্টার ও সুকানি আটক

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১৩ জানুয়ারি ২০২০, ১৮:০৬ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৮:২৩
লঞ্চ ভাংচুর আটক
সংঘর্ষে ভাংচুর লঞ্চ
বরিশাল থেকে ছেড়ে যাওয়া কীর্তনখোলা-১০ ও  ঢাকা থেকে ছেড়ে আসা ফারফান-৯ লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল।

আটক ব্যক্তিরা হলেন, ফারফান-৯ লঞ্চের মাস্টার (দ্বিতীয় শ্রেণি মর্যাদার) আফতাব হোসেন ও সুকানি আব্দুল হামিদ।

তাদেরকে পিরোজপুর সদর থানার হুলারহাট থেকে আটক করা হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও পুলিশ সুপারের নির্দেশে তাদের আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এদিকে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু আরটিভি অনলাইনকে বলেন, অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৮১ ‘ক’ ধারা অনুযায়ী ফারহান-৯ লঞ্চটি স্থানীয় থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চটির চলাচল বন্ধ থাকবে। অপরদিকে দুর্ঘটনার কারণ জানতে বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে চেয়ারম্যান বরাবর প্রতিবেদন জমা দিতে হবে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়