• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০২০, ০৮:৫৩
হত্যা ঝিনাইদহ ইউপি
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল রাত নয়টার দিকে নিজের বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার ভাই ও মা আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউপি সদস্য হলেন স্বপন হোসেন (৩২)। তিনি মহেশপুর উপজেলার মান্দাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য। রাতে হঠাৎ করেই পাঁচ-সাত জনের একটি দল এসে কুপিয়ে জখম করে স্বপনকে।

তার চিৎকার শুনে ঠেকাতে গেলে স্বপনের ছোট ভাই ও মায়ের ওপরও হামলা হয়। হামলায় ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়। আহত হন তার ভাই মিল্টন হোসেন ও তার মা কাবিরন নেছা। এর মধ্যে মিল্টন হোসেনর অবস্থা গুরুতর। কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

মহেশপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আওয়াল হোসেন জানিয়েছেন, স্বপন হোসেনের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আহত মিল্টন হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। স্বপনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানিয়েছেন, ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের ধরতে ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভিন্ন অভিযোগে ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন ইউপি মেম্বার
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে
X
Fresh