• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ১৭:৩৪
নিহত গৃহবধূ নেত্রকোনা
ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গতকাল বুধবার রাতে উপজেলার চরসিংধা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম তমালিকা (২২) । তিনি ওই গ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী এবং সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের রহিছ মিয়ার মেয়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাসেল মিয়ার বাবা মো. আবুল হাশেম (৬৫) ও মা মাজেদা আক্তারকে (৪৫) আটক করা হয়েছে।

পুলিশ আজ বৃহস্পতিবার সকালে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের রহিছ মিয়ার মেয়ে তমালিকার সঙ্গে দুই বছর আগে একই ইউনিয়নের চরসিংধা গ্রামের আবুল হাসেমের ছেলে মো. রাসেল মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ নিয়ে তমালিকাকে প্রায়ই শারীরিক ও মানুষিক নির্যাতন করত রাসেল মিয়া। নির্যাতন সহ্য করতে না পেরে তমালিকা বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন আগে রাসেল মিয়া শ্বশুরবাড়িতে যায় এবং স্ত্রীকে তার বাড়িতে নিয়ে আসেন।

গতকাল রাতে ফের কথা কাটাকাটির একপর্যায়ে তমালিকাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে রাসেল মিয়া।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বারহাট্টা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাটের ওপর পড়েছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
X
Fresh