• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

কনটেইনার ওঠা-নামায় নতুন রেকর্ড চট্টগ্রাম বন্দরের

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ১০:৪৪
কইনটেইনরা চট্টগ্রাম বন্দর
ছবি: সংগৃহীত

কনটেইনার ওঠা-নামায় নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। ২০১৮ সালে যেখানে কনটেইনার ওঠা-নামা হয়েছিল ২৯ লাখ তিন হাজার টিইইউস, ২০১৯ সালে সেটি হয়েছে ৩০ লাখ ৮৮ হাজার টিইইউস। প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক ৩৪ শতাংশ।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

এ সময় তিনি বলেন, ট্রান্সশিপমেন্টের ব্যাপারে চট্টগ্রাম বন্দর প্রস্তুত। বন্দরের পর্যাপ্ত সক্ষমতা আছে। জানুয়ারি মাসেই চট্টগ্রাম বন্দর ও ভারতের কলকাতা বন্দরের মধ্যে দুটি ট্রায়াল রান হবে। এরপরই নিয়মিত জাহাজ চলাচল শুরু হবে।

বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরের সাড়ে চার লাখ কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য নির্মিতব্য পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) অপারেশনাল কার্যক্রম এ বছর শুরু করা যাবে। ইতোমধ্যে এ প্রকল্পের ৫২ শতাংশ কাজ শেষ হয়েছে।

তিনি আরও বলেন, কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু হবে। বন্দরের সক্ষমতা বাড়াতে চেষ্টা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
সকালের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh