logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ১০:৩১
আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১০:৫৮

নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বস্ত্র নড়াইল শীতবস্ত্র
ফাইল ছবি
নড়াইলে গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেছেন ১৯৮২ ও ৮৩ এসএসসি ব্যাচের ছাত্রদের সংগঠন চালিতাতলা সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাস্ট।

গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্র, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিলরঞ্জন সাহা, প্রলয় কান্তি সমাদ্দার, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মো. ইসহাক মিয়া ও সৈয়দ হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্যরা।

জেলা প্রশাসক আনজুমান আরা শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বন্ধু কল্যাণ ট্রাস্টের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ জানান।

জেবি/পি

RTVPLUS