• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গুঁড়িয়ে দেয়া হলো সাত ইটভাটা, জরিমানা ৫৪ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০২০, ১২:৩০
ইটভাটা জরিমানা গাজীপুর
গাজীপুরে গুঁড়িয়ে দেয়া ইটভাটা

গাজীপুর মহানগরের বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে সাতটি অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে সাত ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর মহানগরের বাঘিয়া এলাকায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভেকু দিয়ে একটি ইটভাটার ড্রাম চিমনিও ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটাগুলোর মধ্যে আইজুদ্দিন ব্রিকসকে (বিএবি) ছয় লাখ টাকা, অলি ব্রিকসকে ২০ লাখ টাকা, একতা ব্রিকসকে ছয় লাখ টাকা, সুপার ব্রিকসকে পাঁচ লাখ টাকা, আইজুদ্দিন ব্রিকস-২ কে (বিএবি) ছয় লাখ টাকা, ৮৮৮ ব্রিকসকে পাঁচ লাখ, আশা ব্রিকসকে (এবিসি) ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুর মহানগরের অবৈধ সব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।

অভিযানে গাজীপুর র‌্যাব-১ ও পুলিশ সহযোগিতা করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
X
Fresh