logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

নোয়াখালীর সোনাইমুড়ী

ওয়াছেকপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৬ জানুয়ারি ২০২০, ২৩:৪০ | আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১১:২০
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ.কে.এম সাইফুল্লাহ, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, ম্যানেজিং কমিটির সভাপতি শাহ জালাল ও স্কুলের প্রাক্তন ছাত্র আবুল হোসেন এতে অংশ নেন।

দীর্ঘদিন পর প্রিয় প্রতিষ্ঠানে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। অতিথিদের স্মৃতিচারণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়