• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহ শুরু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৪:১৮
শীত কুড়িগ্রাম জনপদ
শীতে কাঁপছে কুড়িগ্রামের জনপদ

কুড়িগ্রামে দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় ফের জেলার মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় আবহাওয়া অফিস জানায়, কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা আরও কমতে পারে বলে অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র জানিয়েছেন।

এদিকে, শৈত্যপ্রবাহের সঙ্গে হিমেল হাওয়ায় ঠাণ্ডার প্রকোপ বেড়ে গেছে। ফলে জনমানুষের দুর্ভোগ আবারও বৃদ্ধি পেয়েছে। গরম কাপড়ের অভাবে অত্যাধিক শীতে কষ্টে পড়েছে শিশুসহ বৃদ্ধরা। সকাল থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় ঠাণ্ডার মাত্রা বেড়েই চলছে। কুয়াশা কম থাকলেও ঘন মেঘে আচ্ছন্ন গোটা জনপদ। আবারও বিপাকে পড়েছে এ জেলার নদী তীরের মানুষসহ শ্রমজীবীরা।

প্রথম দফা শৈত্যপ্রবাহে জেলা প্রশাসন থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

হলোখানা ইউনিয়নের রহিম মিয়া জানায়, ঠাণ্ডায় হামার হাত পাও টাডায়, খুব কষ্টে আছি, একনা গরম কাপড় পাইলে ভালো হইলো হয়।

জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন আরটিভি অনলাইনকে জানান, প্রথম দফা শৈত্যপ্রবাহে ৬০ হাজার কম্বল বিতরণ করেছি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশের কোথায় কত তাপমাত্রা
ফের ৪০ ডিগ্রি ছাড়াল ঢাকার তাপমাত্রা
বৃষ্টি ও গরম নিয়ে আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে যা জানা গেল
মিয়ানমারে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি
X
Fresh