logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ জানুয়ারি ২০২০, ১৪:৫১
আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৫:৩৮

প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে: মোরশেদ আলম (ভিডিও)

আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন ছাত্রলীগ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

শনিবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী সেনবাগ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগ্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীরের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মেদ চৌধুরী ও আওয়ামী লীগ নেতা সাইফুল আলম দিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এজে

RTVPLUS