• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৪১
স্থাপনা অবৈধ ঝালকাঠি
ঝালকাঠিতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা

ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি থেকে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসক মো. জোরহ আলীর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় খালের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা ১৫টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছিল। এরপরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। ছোট নদী, খাল এবং জলাশয়ে পানিপ্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এ সময় উচ্ছেদ অভিযানে অংশ নেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম। জেলা প্রশাসক মো. জোহর আলী বলেছেন, আজ থেকে ঝালকাঠির যে সকল নদী-খালের পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা উচ্ছেদ করা হচ্ছে। প্রথম দিনে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ স্থাপনা মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
X
Fresh