• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

হাতিয়ায় অস্ত্রসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫০
হাতিয়ায় অস্ত্রসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড
হাতিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি একনলা বন্দুক, একটি সাউন্ড গ্রেনেড ও দু’টি দেশীয় অস্ত্রসহ নাজিম মোল্লা (৪৫) ও সেলিম (৪৬) নামে দু’জনকে আটক করেছে কোস্টগার্ড।

আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে হাতিয়ার সূখচর ইউনিয়নের চরআমানউল্যা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সূখচর ইউনিয়নের চরআমানউল্যা গ্রাম থেকে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে নাজিম মোল্লার মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান বৌ-বাজার থেকে একটি একনলা বন্দুক, একটি সাউন্ড গ্রেনেড ও দু’টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক নাজিম মোল্লা সূখচর ইউনিয়নের চরআমানউল্যা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। সেলিম একই এলাকার মাহফুজুর রহমানের ছেলে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থের বিনিময়ে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করতেন রহিম
স্কুলের টয়লেটে রুদ্ধশ্বাস ৬ ঘণ্টা
শাহজালাল বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকার স্বর্ণসহ আটক ১
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, মালিকসহ আটক ৪
X
Fresh