• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পথে লাশ হলেন তিনি

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:২৭
দুর্ঘটনা আহত নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত আশেনা খাতুন

মেহেরপুরের গাংনী উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান উল্টে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর একটার দিকে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আশেনা খাতুন (৩৮)। তিনি উপজেলার জালশুকা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী। এ ঘটনায় জালাল উদ্দীনও আহত হয়েছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আশেনা খাতুন। গ্রামের আলমগীর হোসেনের স্যালোইঞ্জিন চালিত যানে তাকে নিয়ে পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওয়ানা দেন।

পথে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আশেনা খাতুন আঘাতপ্রাপ্ত হন। স্বজনরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী জালাল উদ্দীনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শায়লা আহম্মেদ বলেন, নিহত আশেনা খাতুনের হাইপারটেনশন ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু
অবন্তিকার মৃত্যু : রিমান্ড শেষে জেলহাজতে জবির সহকারী প্রক্টর 
অবন্তিকার মৃত্যু নিয়ে রাজনৈতিক খেলা খেলতে দেওয়া হবে না : জবি উপাচার্য
X
Fresh