logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

নসিমন-অটোবাইকের সংঘর্ষে জামাই-শ্বশুর নিহত

মৃত্যু জামাই শ্বশুর
ফাইল ছবি
পাবনার আটঘরিয়া উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও ব্যাটারিচালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে জামাই ও শ্বশুর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শনিবার সকাল নয়টার দিকে উপজেলার পাবনা-চাটমোহর সড়কের  জালালের ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহাতাব উদ্দিন সরদার (৭০) ও তার জামাই আবুল বাশার (৪৫)। আহতরা হলেন, কুতুব ও মুছা।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম আটিভি অনলাইনকে জানান, সকালে ব্যাটারিচালিত অটোবাইকে করে মেয়ের নবজাতক সন্তানকে দেখতে জামাই ও শ্বশুর পাবনা জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। তারা পাবনা-চাটমোহর সড়কের জালালের ঢাল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি চালবোঝাই নসিমন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে জামাই ও শ্বশুর মারা যান।

জেবি

RTVPLUS