• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পাটকল শ্রমিকদের অনশন চলছে

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮
পাটকল শ্রমিক বাস্তবায়ন
ছবি: সংগৃহীত

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে আমরণ অনশন কর্মসূচি চলছে।

কর্মসূচির চতুর্থ দিন পর্যন্ত অসুস্থ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনস্থলে শতাধিক শ্রমিককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। ক্রমান্বয়ে বেড়েই চলেছে অসুস্থ শ্রমিকের সংখ্যা। এদিকে প্লাটিনাম জুটমিলের মৃত শ্রমিক আব্দুস সাত্তারের জানাজার নামাজ আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নামাজ শেষে গ্রামের বাড়ি পটুয়াখালীতে তার মরদেহ পাঠানো হবে বলে মিলের সিবিএর সভাপতি শাহানা শারমিন জানিয়েছেন। তারা বেঁচে থাকার এবং রুটি-রুজির দাবি মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শ্রমিকরা ১১দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
X
Fresh