• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১৯:১০
ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা মোটর মালিক সমিতিরে নেতাদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় সমিতির নেতারা। ফলে বিকেল থেকে ময়মনসিংহ সঙ্গে সব জেলার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছিল পরিবহন মালিক-শ্রমিকরা।

তারা জানান, ময়মনসিংহ বিআরটিসি বাস ডিপো থেকে এ অঞ্চলের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে বাস সার্ভিস চালু করে। সম্প্রতি ময়মনসিংহ-নেত্রকোনা সড়কেও বিআরটিসি বাস চালু করে। এতে পরিবহন মালিক ও শ্রমিকরা আপত্তি জানায়। গত তিন দিনেও বিআরটিসি বাস বন্ধ করায় অন্য বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার বেলা আড়াইটা থেকে ঢাকাসহ জেলার বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ করে দেন তারা।

আবুল নামে এক পরিবহন শ্রমিক জানান, বিআরটিসি বাস চালুর পর থেকে আমাদের যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। তাই মালিকরা আর্থিক ক্ষতির শঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার 
দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল
মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে : আইপিডি
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 
X
Fresh