• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মোবাইল ফোন চার্জ দেয়ার সময় আগুন, দগ্ধ ৫

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১৪:১৪
আগুন পটিয়া দগ্ধ
ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন পাঁচজন।

মঙ্গলবার সকালে উপজেলার কচুয়ায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. আলী, সাজ্জাদ, খালেদ, রহিম ও আবু সৈয়দ। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, দগ্ধ হওয়ার দুটি কারণ বলছে প্রত্যক্ষদর্শীরা। এর মধ্যে একটি হলো, সকালে পটিয়ার একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে বসে ছিলেন কয়েক ব্যক্তি। এ সময় মোবাইল চার্জ দেওয়ার সময় হঠাৎ করে আাগুনের ফুলকি এসে পড়ে তাদের ওপর।

অন্যরা বলছে, বিদ্যুতের তার ছিড়ে গোডাউনের ম্যানেজারের ওপর পড়ছে। তখন ম্যানেজারের শরীর জ্বলসে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকিরাও দগ্ধ হন। তবে ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
X
Fresh