• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধান উড়ানো নিয়ে মামা-ভাগ্নের সংঘর্ষে আহত ৯

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১০:১১
আহত সংঘর্ষ ধান
সংঘর্ষে আহত এক ব্যক্তি

কুষ্টিয়ার খোকসায় ধান উড়ানো নিয়ে মামা-ভাগ্নের বিরোধে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।

খোকসা উপজেলার সমষপুর ইউনিয়নের বরইচারা গ্রামে এই ঘটনা ঘটে।

সোমবার বেলা ১১ টার দিকে ধান উড়ানোর সময় মামা মোজাম্মেল প্রামাণিকের বাড়ি থেকে ধুলা উড়ে আসে প্রতিবেশী ভাগ্নে রমজান আলীর বাড়িতে। ভাগ্নে এভাবে ধান উড়াতে নিষেধ করেন। এ নিয়েই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

এতে ফালাকাটা ও হাতুড়ির আঘাতে আহত হয়ে নয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

আহতরা হলেন, আলী প্রামাণিকের ছেলে মোজাম্মেল (৫০), রফিকুল ইসলাম(২৪), মোজাম্মেলের ছেলে আলামিন (২৩), রফিকুল প্রামাণিকের স্ত্রী খুশি (২০) ও মা রহিমা (৪৮)।

---------------------------------------------------------------
আরো পড়ুন: সাফারি পার্কে সিংহের পালে নতুন অতিথি
---------------------------------------------------------------

ভাগ্নে গ্রুপে সেকেন্দারের ছেলে রমজান আলী (২৫), রমজান আলীর মা মালেকা (৫৫), আব্দুল মালেকের স্ত্রী শিলা (২০) ও আলামিন (৩০) আহত হয়েছেন।

ঘটনাস্থল বরইচারা ও হাসপাতাল পরিদর্শন করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।

তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উভয়পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন আহতদের স্বজনরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী
X
Fresh