• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে আগুনে পুড়লো ৮ দোকান, কোটি টাকার ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১০:০০
আগুন দোকান টাঙ্গাইল
টাঙ্গাইলে আগুনে পুড়া দোকান

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পাথাইলকান্দী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টানা এক ঘণ্টার চেষ্টায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে। এতে পুড়ে গেছে টিভি-ফ্রিজ ও কাপড়সহ আটটি দোকান। ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পাথাইলকান্দী বাজারের হাজী কুরবান আলী মার্কেটে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে তারা ভূঞাপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় টিভি-ফ্রিজ ও কাপড়সহ আটটি দোকান। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার মহিদুর রহমান আরটিভি অনলাইনকে জানান, ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনে আটটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরো পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলের মৃত্যু 
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
নীলক্ষেতে খাবার হোটেলে আগুন
সুন্দরবনের গহিনে আগুন, নিয়ন্ত্রণে চেষ্টা চলছে 
X
Fresh