logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

অজ্ঞাতনামা গাড়ির চাপায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

নিহত হেলপার সড়ক
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায়  কাভার্ড ভ্যানের এক সহকারী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিনগত রাতে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালার মেগাসিটি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়াছিন (১৮)। তার বাবার নাম ইসমাইল মিয়া।  

এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ কুমিল্লা জেলার দাউদকান্দী থানার পালপাড়া এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে কাভার্ড ভ্যান চালক ইব্রাহিমকে (৫০) আটক করেছে।

 এ ব্যাপারে নিহত হেলপারের চাচা ইউসুফ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেছেন।

জানা যায়, গতকাল রোববার রাতে কাভার্ড ভ্যান চালক ইব্রাহিম ও হেলপার ইয়াছিন মিয়া বন্দর থানার কেওঢালা মেগা সিটি পেট্রোল পাম্পের সামনে কাভার্ড ভ্যান থামিয়ে চায়ের দোকানে চা পান করছিলেন। ওই সময় হেলপার ইয়াছিন চা পান করে কাভার্ড ভ্যানের সামনে এসে দাঁড়ায়। এ সময় পেছন দিক থেকে অন্য একটি গাড়ি বেপরোয়া গতিতে দাঁড়ানো কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন নিহত হন।

জেবি

RTVPLUS