logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

বোয়ালখালীতে আগুনে পুড়ে মারা গেলো যুবক

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:০৭ | আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:১৪
মৃত্যু যুবক আগুন
ফাইল ছবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাড়িতে লাগা আগুনে পুড়ে এক যুবক মারা গেছেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার পশ্চিম গোমদন্ডী কাজী কোরবান আলী সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

নিহত যুবকের নাম নুরুল আজিম (৩০)। তিনি ওই বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।

বোয়ালখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার কৃতিরঞ্জন বড়ুয়া জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে রাত দুইটার দিকে আগুন নেভায়। এ সময় আগুনে পুড়ে নুরুল আজিম নামের এক যুবক মারা গেছে।   

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি ঘর পুড়ে দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।   

বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু জানান, তার ঘরের পাশের ঘরে এ আগুন লাগে। নিহত নুরুল আজিম তার চাচাতো ভাই।

কালাম বলেন, রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা আজিমের সন্তান ও স্ত্রী আগুন লাগার পর বাড়ি থেকে বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। 

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়