logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:০১
আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭

আগুনে সব শেষ, খোলা আকাশের নিচে ৩ পরিবার

আগুন ঘর  আকাশ
ফাইল ছবি
নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের চারটি ঘর ও চারটি ছাগলসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা জানান, গেল বুধবার সন্ধ্যায় গুয়াখোলা গ্রামের সুজিত সেনের বসতঘরে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়। ওই প্রদীপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যসহ আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে পাশের বিলাস বিশ্বাসের রান্নাঘর, ছুটুর একটি বসতঘর ও গোয়ালঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা চারটি ছাগল পুড়ে যায়। তবে স্থানীয় লোকজনের চেষ্টায় আশেপাশের ঘরগুলি রক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিবারগুলি খোলা আকাশের নিচে বসবাস করছে।

জেবি

RTVPLUS