• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকশী রেলওয়ে দপ্তরের বাসার বরাদ্দ বাতিল

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৬
বাসা বরাদ্দ বাতিল
ছবি: সংগৃহীত

পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর পাকশীর আশেপাশের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বরাদ্দকৃত বাসা বাতিল ও ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

এসব বাসার জায়গায় রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের নিরাপত্তা বাহিনীদের ফোর্স বেইস নির্মাণ করা হবে। এ খবরে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে।

গেল ২৫ নভেম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী পাকশী রেলওয়ের ১৪৯ একর ভূমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী আব্দুর রহিম জানান, হস্তান্তরকৃত এসব জমিতে বৈধভাবে বসবাসরত সকল কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্যত্র বসবাসের ব্যবস্থা করা হবে।

তবে স্থানীয়রা এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। তাদের দাবি ব্রিটিশ আমলে গড়া এসব ভবন ও শত বছরের পুরানা গাছপালা কেটে ফেললে এলাকার সৌন্দর্য নষ্ট হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বিভাগে টানা ৩ দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
X
Fresh