• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জ্বালানি তেলের গোডাউনে আগুন, ক্ষতি ৫০ লাখ টাকা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৪
আগুন গোডাউন তেল
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি সার-কীটনাশক ও জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার চিৎলা গ্রামে প্রবাসী মাসুম বিল্লাহর গোডাউনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

স্থানীয়রা জানান, সকালে প্রবাসী মাসুম বিল্লাহর তিন তলাবিশিষ্ট ভবনে পাইপ ফিটিংসের কাজ করছিল শ্রমিকরা। পাইপ ফিটিংসের কাজে আগুন ব্যবহার করছিল তারা। এ সময় অসাবধানতাবসত আগুনের ফুলকি ভবনের নিচে পড়ে গোডাউনে আগুন লেগে যায়। এতে গোডাউনে থাকা ২০ ড্রাম ডিজেল ও পেট্রোল, ৭০০ বস্তা বিভিন্ন ধরনের সার, কীটনাশক, বিভিন্ন প্রকার প্লাস্টিক পাইপসহ ৭০০ বস্তা সিমেন্ট পুড়ে যায়। পুড়ে যায় পাশে থাকা বিচুলি ও পাটকাঠি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

প্রবাসী মাসুম বিল্লাহর ভাই হাবিবুর রহমান জানান, সকালে শ্রমিকরা পাইপ ফিটিংসের কাজ করার সময় আগুন ব্যবহার করছিল। এ সময় অসাবধানতাবসত আগুনের ফুলকি ভবনের নিচে থাকা পাটকাঠি ও বিচুলির গাদায় পড়ে। এতে দাও দাও করে জ্বলতে থাকে আগুন। একপর্যায়ে আগুন লাগে গোডাউনের ভেতরে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, সকাল থেকে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর দুপুরের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এতে আনুমানিক ৫০ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
X
Fresh