• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি , আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৬
পেঁয়াজ নারী টিসিবি
চুয়াডাঙ্গায় লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনছেন নারীরা

চুয়াডাঙ্গায় ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এ সময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, জেলা মার্কেটিং কর্মকর্তা শহিদুল ইসলাম, টিসিবির ডিলার মেসার্স কাকুলি ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কম দামে টিসিবির পেঁয়াজ কিনতে ভিড় জমান দুই শতাধিক নারী-পুরুষ। অবশেষে কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি তারা।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, চুয়াডাঙ্গায় আজ থেকে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে চার হাজার কেজি পেঁয়াজ বরাদ্দ পাওয়া গেছে। পরে আরও বরাদ্দ পাওয়া যাবে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম
লংগদুতে টিসিবির পণ্য রাখার দায়ে ২ দোকানে তালা
চুয়াডাঙ্গা-যশোরে কবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
X
Fresh