• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আগুনে পুড়লো ১৯ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকা ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬
আগুন ব্যবসা প্রতিষ্ঠান
আগুনে পুড়ে যা্ওয়া ব্যবসা প্রতিষ্ঠান

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় তিনটি বসতঘরসহ ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়র।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, বাজারের একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারে। খবর পেয়ে রামগতি ও কমলনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি বসতঘর, মুদি দোকান, লাইব্রেরি, স্বর্ণালংকার দোকান, কাপড়ের দোকান, ঘড়ির দোকান, মোবাইল দোকানসহ ১৯টি দোকানঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী ও দোকানঘর মালিকদের।

রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হাসেম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন বলেন, অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তালিকা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
X
Fresh