• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে চার ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:০২
ইটভাটা পানি নষ্ট
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অভিযোগে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে সকল ইট গুড়িয়ে দেওয়ার পাশাপাশি নয় লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পযর্ন্ত পাগলা এলাকায় অভিযান চালিয়ে চারটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইটভাটাগুলো হলো- আব্দুল্লাহ বিক্সস সাপ্লাইয়ার ১, আব্দুল্লাহ বিক্সস সাপ্লাইয়ার ২, এ এম টি বিক্সস ফতুল্লা ও এম বিসি বিক্রস।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটগুলো নষ্ট করে দেন এবং ভেকু দিয়ে ইটভাটা গুড়িয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ- পরিচালক সাঈদ আনোয়ার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ ও মেহেদী হাসান ফারুক।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে এবং ইটভাটা নষ্ট করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম নিয়ে কটূক্তি : শর্ত মানলে কারাভোগ করতে হবে না তিথির
টঙ্গীতে নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাগর-রুনি হত্যা মামলা বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বড় উদাহরণ: হাইকোর্ট
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
X
Fresh