• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২
ইটভাটা জরিমানা ভাঙা
ফাইল ছবি

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইট ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক ভাটা মালিককে ৫ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদ ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোনাবাড়ী থানাধীন বাঘিয়া এলাকার বিএবি ব্রিক্স, বিএন্ড বি ব্রিক্স, বিএন্ট বি বিক্স ও বি আর বি ব্রিক্স এর মালিককে জরিমানা করা হয়। এছাড়া আরও একটি ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদ ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার জন্য চারটি ইটভাটাকে জরিমানা এবং পানি দিয়ে ইটভাটা নিবিয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এছাড়া ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে যা বললেন মিল্টন সমাদ্দার
মিল্টন সমাদ্দার রিমান্ডে
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
‘রূপান্তর’ বিতর্ক : মামলায় তদন্তের নির্দেশ দিলেন আদালত
X
Fresh